ব্রাহ্মণবাড়িয়া জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
পবিত্র মাহে রমজানে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে —জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
১৪ মে রোববার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ১২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল শাহ্ আলী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, সিভিল সার্জন নীতিশ চন্দ্র মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহানুর আলম, সরাইল উপজেলা চেয়ারম্যান এডঃ আব্দুর রহমান, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, নবীনগর উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া সহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, আসন্ন মাহে রমজান মাস উপলক্ষ্যে জেলার আইন- শৃঙ্খলা রক্ষায় সকলকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করতে হবে। জেলার সকল বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল গুলোকে সরকারী নিয়ম নীতি মেনে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকারী বন্ধতে কোন অবস্থায় কিন্ডারগার্টেন স্কুল খোলা রাখা যাবে না। তিনি এ সময় আরো বলেন, জেলা সদরে চলাচলকারী সিএনজি অটোরিকসাগুলো নির্ধারিত স্থান থেকে চলাচল করতে হবে, কোন অবস্থায় রাস্তায় যানজট সৃষ্টি করা যাবে না।