নয়নপুরে ফার্মেসিতে মিষ্টির প্যাকেটে ককটেল, ঔষধ ব্যবসায়ী আটক, সাজানো দাবি পরিবারের(ভিডিও)
মনিরুজ্জামান পলাশ :: ব্রাহ্মণবাড়িয়ায় এক ফার্মেসিতে মিষ্টির প্যাকেটে লুকিয়ে রাখা ৯টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সোয়া ৯টায় সদর উপজেলার নয়নপুর এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফার্মেসির মালিক শওকত আলীকে (৫৫) আটক করেছে পুলিশ। আটক শওকত নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। তবে শওকত আলীর পরিবারের দাবি তাকে ফাঁসানো হয়েছে।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ককটেল গুলো উদ্ধার করেছে।এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আটক শওকত আলী দোষি প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আটক ব্যবসায়ী জানান, প্রতিদিনের মত তিনি এশার নামাজ শেষে দোকানে আসেন। সে সময় এক নারী আসেন। ওই নারী একটি ইনজেকশন পুশ করান। সে সময় ওই নারী দোকানের পেছনের অংশে যান। এর ঠিক পর পরই পুলিশ দোকানে গিয়ে ককটেল উদ্ধার করে।তিনি নিজেকে নির্দেষ দাবি করেন।
শওকত আলীর স্ত্রী জানান, ২০১১ সালের ১৬ ডিসেম্বর মাসে শওকতের নিজ বাড়ি নবীনগর উপজেলার বীরগাও গ্রামের আমতলী এলাকায় তার দেবর (শওকতের ছোট ভাই) মাহফুজুল ইসলাম পরকীয়ার জেরে খুন হন। এঘটনায় মাহফুজুলের স্ত্রী শামসুন্নাহার ও ঘাতক আলফু মিয়াকে আসামী করে মামলা করেন শওকত। তাকে ফাসানোর জন্য এ নাটক সাজানো হয়েছে। তিনি আরো বলেন, আমার স্বামী মসজিদ. দোকান বাদ দিয়ে আর কোথাও আসা যাওয়া করেনা।