ন্যায় বিচারের স্বার্থে আদালতে নিয়ম শৃংখলা রক্ষা করে কাজ করতে হবে: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনির কামাল
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনির কামাল বলেছেন, ন্যায় বিচারের স্বার্থে আদালতে নিয়ম শৃংখলা রক্ষা করে ম্যাজিস্ট্রেট এবং সরকারি কৌশুলীদের সমন্বয়ে কাজ করতে হবে। তিনি মামলা মোকদ্দমা ভাল চললে সরকার ভাল চলবে, সরকার ভাল চললে দেশ ভাল চলবে এবং বিচার বিভাগের সুনাম হবে।
গত রোববার বিকালে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল পর্যায়ের ম্যাজিস্ট্রেট এবং সরকারী কৌশূলীগণের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরাফ উদ্দিন আহমেদ’র পরিচালনায় তিনি আরো বলেন, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠাকল্পে মামলা দ্রুত নিষ্পত্তিতে সরকারি কৌশূলীগণকে অধিকতর দায়িত্বশীল হতে হবে। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, অতিরিক্ত পিপি অ্যাড. নাজমুল হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্ত রানী রায়, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগম, মোঃ জাহিদ হোসাইন, অতিরিক্ত পিপি আমজাদ হোসেন, এপিপি যথাক্রমে অ্যাড. সুধীর চন্দ্র ঘোষ, মোহাম্মদ লোকমান হোসেন অ্যাড. মোঃ কামাল উদ্দিন, অ্যাড. মো. আব্দুল্লাহ আল মনির (রমজান), অ্যাড. মোঃ নাজমুল হক, নাজমুল হক রিটন, অ্যাড. এমদাদুল হক চৌধুরী, অ্যাড. মোঃ রাসেল মিয়া প্রমুখ। অ্যাড. মোঃ গোলাম রব্বানী, অ্যাড. মোঃ ফখরুল ইসলাম, অ্যাড. মোঃ মোরজান মিয়া, অ্যাড. শরীফ উদ্দিন চৌধুরী, অ্যাড. দেওয়ান ইফতেখার রাজা, এস. এ নাসার, বসির উদ্দিন আহমেদ, কাজী মাসুদুর রহমান, মোঃ জহিরুল ইসলাম সহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা/ কর্মচারীগণ উপস্থিত ছিলেন।