ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার প্রকল্প অনুমোদন:: মোকতাদির চৌধুরী এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার প্রকল্প অনুমোদন পাওয়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার প্রধান উপদেষ্টা ও দাতা সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার প্রকল্প কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সাধারণ সম্পাদক এডঃ মিন্টু ভৌমিক, কোষাধ্যক্ষ জাকারিয়া বাবু, কার্যকরী সদস্য মোঃ সামসুজ্জামান আশরাফী, প্রভাষক দ্বীপ রায়, লিয়াকত হায়াত খান, মোঃ আজিজুল ইসলাম, ফেরদৌসী বেগম, প্রণব কুমার উত্তম, পলাশ ভট্টাচার্য্য, পল্লব ভট্টাচার্য্য, আজীবন সদস্য ও চেম্বার সভাপতি আলহাজ্ব আজিজুল হক, জাকির হোসেন প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার প্রকল্প কমিটির সভাপতি বলেন, অতি স্বল্প সময়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহতি কাজটি সাধন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের প্রাণপ্রিয় নেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে তথা ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে এই মহান নেতার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। সভাপতি এ সময় র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। প্রেস রিলিজ