Main Menu

নাসিরনগরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে এ সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১০ বাড়িঘর ভাঙচুর করা হয়। সংর্ঘষে আহতদের মধ্যে ৭ জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার চাপরতলা গ্রামে ফুটবল খেলা নিয়ে ফকির গোষ্ঠীর বাবুর সঙ্গে একই গ্রামের মোল্লাবাড়ি গোষ্ঠীর আকাশের বাদানুবাদ হয়। পরে তা ঝগড়াতে রূপ নেয়। এ নিয়ে গতকাল রোববার প্রথম দফায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফকির গোষ্ঠী ও মোল্লাবাড়ি গোষ্ঠীর অন্তত ১০ জন আহত হন। এরই জের ধরে সোমবার দুপুরে দ্বিতীয় দফায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয় উভয় গোষ্ঠীর লোকজন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

পুলিশ জানায়, মোল্লা গোষ্ঠীর মো. সাজু ও ফকির গোষ্ঠীর আহাদ মিয়ার নেতৃত্বে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন,ফুটবল খেলা নিয়ে চাপরতলা গ্রামে মোল্লা গোষ্ঠী ও ফকির গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়। দুদিন ধরেই গ্রামে এ নিয়ে উত্তেজনা চলছিল। এরই মধ্যে দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।