নাগরিকদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধিতে জেলা নাগরিক কমিটি অনবদ্য ভূমিকা রাখছে ::জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, নাগরিকদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে সম্প্রীতি বিস্তৃতিতে জেলা নাগরিক কমিটি অনবদ্য ভূমিকা রাখছে। তিনি মাহে রমজানের শিক্ষার আলোকে সুন্দর জীবন গড়ে তোলা, জেলার উন্নয়ন জেলাবাসীর কল্যাণে সকলকে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার জেলা নাগরিক কমিটি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, পৌর মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ, ভারপ্রাপ্ত পিপি অ্যাডঃ নূর মোহাম্মদ জামাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ সারোয়ার ই আলম, প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন, জেলা নাগরিক সমাজের সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুর রহমান সহিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কবীর তপন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ্, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, সুর সম্রাট ওস্তাদ দি আলাউদ্দিন সঙ্গীতঙ্গণের সম্পাদক কবি আবদুল মান্নান সরকার প্রমুখ।
এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডঃ হাবিব উল্লাহ্। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমিন শাহীন। দোয়া পরিচালনা করেন মাওঃ জুনায়েদ আইয়ুবী।প্রেস রিলিজ