Main Menu

নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ফুটিয়ে তুলতে মুক্তিযুদ্ধের বিজয়মেলা বিশেষ ভূমিকা রাখবে

+100%-

mbmশনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির অফিসকক্ষে মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি কমিটির সভা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব হারুন অর রশিদ, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূইয়া, ভারপ্রাপ্ত পিপি এডঃ এস এম ইউসুফ, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার গাজী মোঃ রতন মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ্, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, ওয়াছেল সিদ্দিকী, নাজমুল হক নাজু, আওলাদ হোসেন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গণি সজীব, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ শাহজাদা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আসন্ন মুক্তিযুদ্ধের বিজয় মেলা সফল করতে জেলার সকল মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ফুটিয়ে তুলতে মুক্তিযুদ্ধের বিজয়মেলা বিশেষ ভূমিকা রাখবে।প্রেস রিলিজ






Shares