দেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে ::মোকতাদির চৌধুরী




তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ওয়ার্ড আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুরাদ খাঁনের সভাপতিত্বে মোকতাদির চৌধুরী আরো বলেন,বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বপ্ন দেখেন,স্বপ্ন দেখান এবং স্বপ্নের বাস্তবায়ন করেন।
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ এখন স্বপ্ন নয়।খাদ্য উৎপাদন কয়েক গুণ বেড়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের সব সূচকে এগিয়ে গেছে। সরকার গত ১০ বছরে আমুল পরিবর্তন করেছে। শিক্ষা ক্ষেত্রে ঘটেছে বিপ্লব। বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই,উপবৃত্তি, বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন নতুন একাডেমিক ভবন নির্মান করা।
পল্লী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আর্তসামাজিক উন্নয়ন করে দেশকে একটি স্বনির্ভরশীল দেশ হিসেবে বিদেশের দরবারে পরিচিতি করছে বর্তমান সরকার।
তিনি বলেন জনগনের ভাগ্যের উন্নয়নের জন্য এ নির্বাচনের গুরুত্ব অপরিসীম। নৌকায় ভোট দিলে মানুষ শান্তিতে থাকে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
জনসভায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,পৌর মেয়র নায়ার কবির,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেলাল উদ্দিন,মুজিবুর রহমান বাবুল,আবু তাহের,যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু,গোলাম মহিউদ্দিন খাঁন খোকন,সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম খোকন,শাহ আলম সরকার,কার্যনির্বাহী সদস্য হাজী মাহমুদুল হক ভূইয়া,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড.তাসলিমা সুলতানা খানম নিশাত।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মুসলিম মিয়া,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক জামাল খান,
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তাজুল ইসলাম আপন,মিনহাজ মামুন,জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল,সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন।
উল্লেখ্য মোকতাদির চৌধুরীর উপস্থিতিতে জনসভার মাঠে জনতার ঢল নামে। মাঠটি কানায় কানায় ভরে যায়।
« আওয়ামী লীগ নারী উন্নয়নে বিপ্লব ঘটিয়েছে:: প্রফেসর ফাহিমা খাতুন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আখাউড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন »