দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ:: কুমিল্লা-সিলেট মহাসড়কে তীব্র যানজট
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের উড়শিউয়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও মহাসড়কের দু’পাশের কয়েক কিলোমিটার অংশ জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। রোববার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
২১ ফেব্রুয়ারী দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের উড়শিয়াউড়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে দুই’পাশে যানজট সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কিছুক্ষনের মধ্যেই পরিস্হিতি স্বাভাবিক হয়ে আসবে।।
(পরের সংবাদ) নাসিরনগরে এক চেয়ারম্যান প্রার্থীর লোকজনের হামলায় দোকান ভাংচুর ও নগদ টাকা লুটের অভিযোগ »