দাবী না মানা হলে ব্রাহ্মণবাড়িয়ায় ২৭ ডিসেম্বর থেকে লাগাতার ধর্মঘট
গত ১৩ ডিসেম্বর মেড্ডাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ অহিদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার পরিচালনায় জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সমন্বয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সকল প্রকার যানবাহন প্রশাসনের উদাসীনতার কারণে দিব্যি মহাসড়কে চলাচল করছে। যার দরুন বৈধ পরিবহন ব্যবসায়ীগণ আজ দিশেহারা। সভায় নানাবিধ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, নিম্নে উল্লেখিত দাবীসমূহ আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত না হয়, তাহলে আগামী ২৭ ডিসেম্বর ভোর ৬টা থেকে জেলায় লাগাতার পরিবহন ধর্মঘট চলবে। দাবী সমূহের মধ্যে রয়েছে- জেলা বাস মিনিবাস মালিক সমিতি এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে মাধবপুর পর্যন্ত এবং সরাইল খাটিহাতা বিশ্বরোড মোড় থেকে কুমিল্লা ময়নামতি মহাসড়কের কুটি চৌমুহনী পর্যন্ত মহাসড়কে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হিউম্যান হলার, লেগুনা, সিএনজি অটোরিক্সা, ট্রাক্টর, নসিমন, করিমন, বটবটিসহ সকল প্রকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা ও জেলা বাস মিনিবাস মালিক সমিতি কর্তৃক গাড়ী ভাংচুর ও চাঁদাবাজী মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করা। জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।