Main Menu

দরিদ্র জনগোষ্ঠীর আইনগত সহায়তা নিশ্চিতে আইন সহায়তা কেন্দ্র নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে-সিনিয়র জেলা ও দায়রা জজ

+100%-

DSC00344

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউসার বলেছন, দরিদ্র জনগোষ্ঠীর আইনগত সহায়তা নিশ্চিত করতে আইন সহায়তা কমিটি (লিগ্যাল এইড) নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। আইন সহায়তা কমিটির মাধ্যমে অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষের আইন গত অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। যার ফলে নি¤œ আয়ের মানুষ তাদের ন্যায় বিচার পাচ্ছে। তিনি মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা আইন সহায়তা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। তিনি এসময় আইন সহায়তা কমিটির কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং দ্রুত মামলা নিষ্পত্তি করতে যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। জেলা লিগ্যাল এইড অফিসার নাজমুন নাহার সুমির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক জেলা জজ ইসমাইল হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনির কামাল, অতিরিক্ত পুলিশ সুপার এম, এ মাসুদ, জিপি ওয়াসেক আলী, ভারপ্রাপ্ত পিপি এডভোকেট নূর মোহাম্মদ জামাল, আইনজীবি সমিতির সভাপতি সারুয়ার-ই-আলম, সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল কবীর তপন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব রিয়াজউদ্দিন জামি প্রমূখ। সভায় বিজ্ঞ বিচারকগন এবং বিভিন্ন প্রতিনিধিত্বশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






Shares