টিকিট কালোবাজারী মুক্ত করতে আ্জও পুলিশের অভিযান, অভিযান অব্যাহত থাকবে—- ওসি মোঃ মঈনুর রহমান
রোববার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারী গ্রেফতারে সাড়াশি অভিযান পরিদর্শনকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঈনুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে সম্পূর্ণ টিকিট কালোবাজারী মুক্ত করতে সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার ট্রেণ ভ্রমণকারী যাত্রীরা যাতে নির্বিঘ্নে টিকিট সংগ্রহ করে ট্রেণে ভ্রমণ করতে পারেন সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অভিযান সফল করতে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন। তিনি আরো বলেন, রেলওয়ে ষ্টেশনের কিছু অসাধু কর্মচারী টিকিট কালোবাজারীর সাথে যুক্ত রয়েছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। পর্যায়ক্রমে অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। এ সময় বিশেষ সারাসি অভিযানে দায়িত্বপ্রাপ্ত এ এস আই মোঃ শামীম সরকার, পুলিশ সদস্য জনি আক্তার, মোঃ আলী, সাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।