ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০’ উদ্বোধন
টিকা দেওয়া নিশ্চিত করার দ্বায়িত্ব অভিভাবকদের, টিকা দেওয়ার মাধ্যমে শিশুদের মৃত্যু ঝুঁকি কমাতে পারে::মেয়র নায়ার কবির
হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় মোট ৬৩০টি কেন্দ্রে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০’ গতকাল শনিবার সকালে পৌর এলাকার পূর্ব পাইকপাড়াস্থ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার নায়ার কবিরের বাসভবন প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে। উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব মোঃ সামছুদ্দিন, স্যানিটারী ইন্সপেক্টর এ কে এম রেজাউল করিম ভূইয়া, ইপিআই সুপারভাইজার মুহাম্মদ নুরুল ইসলাম মুন্সী প্রমুখ।
উদ্বোধনকালে পৌর মেয়র মিসেস নায়ার কবির বলেন, শিশুদের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। শিশুরা আমাদের প্রিয়জন, তাদের টিকা দেওয়া নিশ্চিত করার দ্বায়িত্ব অভিভাবকদের। আমরা টিকা দেওয়ার মাধ্যমে শিশুদের মৃত্যু ঝুঁকি কমাতে পারি। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে স্বাস্থ্য খাতের সাফল্যের কারণে দেশ পোলিও মুক্ত হয়েছে, এবার হাম- রুবেলা মুক্তও হবে। টিকা দানের সাফল্যের কারণে প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো খেতাব পেয়েছেন। এখন দেশকে হাম-রুবেলা মুক্ত করতে হবে।
উল্লেখ, চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারী বিবেচনা করে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, হাঁচি-কাশির শিষ্টাচার পালন ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলি যথাযথ প্রতিপালন সাপেক্ষে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।