Main Menu

জয়ন্তিকা ট্রেনের চালককে মারধর, ৩ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়া ছাড়লো

+100%-

চালককে মারধর করার অভিযোগে ঢাকা থেকে সিলেটগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তিন ঘণ্টা থামিয়ে রাখার পর আবার ছেড়ে গেছে। ট্রেনের চালক আলিম হোসেনকে মারধর করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। বেলা আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর ছেড়ে যায় ট্রেনটি। তবে এসময় অন্যান্য ট্রেন চলাচল করেছে বলে স্টেশন কর্মকর্তা জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী মাস্টার মঈনুল হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থামার পর একদল যাত্রী ইঞ্জিন বগিতে ওঠার চেষ্টা করে। বাধা দেওয়ায় ট্রেনের সহকারী চালক আলিম হোসেনকে মারধর করে একদল যাত্রী। এলোপাতিড়ি কিলঘুষি মেরে চলে যায় তারা। এর প্রতিবাদে প্রধান চালক ট্রেনটি স্টেশনে দাঁড় করিয়ে রাখেন। তবে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আলিমকে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর পাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

স্টেশন কর্মকর্তা মঈনুল বলেন, পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বিকেল সাড়ে ৫টায় ট্রেনটি ছেড়ে যায়।






Shares