জেলা বিএনপি নেতা মোমিনুল হকের বাসায় পুলিশী তল্লাসী:: তীব্র প্রতিবাদ ও নিন্দা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, গত ১লা জানুয়ারী দিবাগত রাত ১ ঘটিকার সময় জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হকের পাওয়ার হাউজ রোডস্থ বাসভবনে পুলিশী তল্লাসীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজনীতিতে সর্বমহলে ভদ্র,সৎ ও পরিচছন্ন রাজনৈতিক হিসেবে পরিচিত জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য, জেলা প্রবাস প্রত্যাগত দলের সভাপতি ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হকের পাওয়া হাউজ রোডস্থ বাসভবন সহ আশে পাশে কয়েকটি বাড়িতে বিনা কারণে গভীর রাতে পুলিশী তল্লাসী অভিযান চালায়।
নেতৃবৃন্দ আরো বলেন, ঘরে ঘরে তল্লাসীর নামে আতঙ্ক ও ভয়ভীতি সৃষ্টি করে এলাকায় নেতাকর্মী শূন্য করার মাধ্যমে একদলীয় বাকশালী স্বৈরতন্ত্র কায়েমের খেলায় মেতেছে সরকার যা ১৯৭৪ সালের বাকশালীয় শাসনকেও হাড় মানায়।
এর কঠোর সমালোচনা করে বিবৃতি দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন বিএনপির সভাপতি ইঞ্জি: খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাবেক সহ-সভাপতি জিল্লুর রহমান, সহ-সভাপতি এড: শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর, সাবেক সহ-সভাপতি মোবারক মুন্সি, সহ-সভাপতি এড: গোলাম সারোয়ার খোকন, সাবেক সহ-সভাপতি মো: রফিকুল হক, সাবেক সহ-সভাপতি ও জেলা বারের সভাপতি এড. আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক (১) এড: আনিসুর রহমান মঞ্জু, সাবেক যুগ্ম সম্পাদক জেলা বারের সাধারণ সম্পাদক এড. তরিকুল ইসলাম রুমা, সাবেক যুগ্ম সম্পাদক হেফজুল বারী, সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক, সাবেক প্রচার সম্পাদক মো: নজীর উদ্দিন আহমেদ, সাবেক যুব বিষয়ক সম্পাদক এমদাদুল হাসান, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল করিম, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু শামীম মো: আরিফ, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক বাহার চৌধুরী, সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সাবেক আপ্যায়ন সম্পাদক আতাউর রহমান মোল্লা টিপু, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন চপল, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এড: শামুসজ্জামান চৌধুরী কানন, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা বসির স্মৃতি, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক এড. ইসহাক প্রমুখ।প্রেস রিলিজ