জেলা প্রশাসকের কাছে নূন্যতম মজুরী ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান
কাউতলী ঘরোয়া হোটেল শ্রমিক রিয়াদ হত্যাকারী আরিফুল ইসলাম সোহেলকে গ্রেফতার, হোটেল সেক্টরে শ্রম আইন বাস্তবায়ন, নূন্যতম মজুরী ১০ হাজার টাকা ঘোষণার দাবীতে গতকাল সোমবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে হোটেল সেক্টরে সরকার ঘোষিত নূন্যতম মজুরী ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। গতকাল সকালে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক ড. মোশাররফ হোসেনের নিকট এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী, চিত্তরঞ্জন দাস, সুশীল দাস, নিমাই ঘোষ, আঃ কুদ্দুস, তোফায়েল হোসেন ও মোঃ সেলিম প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকার শ্রম আইন ২০০৬ এবং সংশোধিত শ্রম আইন ২০১৩ এর আইন অনেক ক্ষেত্রেই শ্রমিক স্বার্থবিরোধী। শ্রম বিধি ২০১৫’র ক্ষেত্রেও একই অবস্থা। ১৯৮৪ সাল থেকে জীবনের নিরাপত্তা, চাকুরীর নিশ্চয়তা, অধিকার প্রতিষ্ঠার জন্য হোটেল শ্রমিকরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। শ্রম আইনে নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান মালিকদের জন্য বাধ্যতামূলক করা হলেও অধিকাংশ ক্ষেত্রেই মালিকরা শ্রমিকদের বঞ্চিত করছেন। কোনো কোনো ক্ষেত্রে মালিকরা নিজের হাতে আইন তুলে নিলেও প্রশাসন এতে কর্ণপাত করছে না। অবিলম্বে শ্রম আইন বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।প্রেস রিলিজ