Main Menu

জেলা পর্যায়ের যেসব সরকারী দপ্তর এখনো কুমিল্লায় রয়েছে সেগুলো দ্রুত ব্রাহ্মণবাড়িয়ায় স্থাপন করুন

+100%-

polu২৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচীতে ৩৩তম ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন ও শহীদ ওবায়দুর রউফ পলু দিবস পালিত হয়েছে। কর্মসূচী অনুসারে দিবসের শুরুতে জেলা সদরের সকল গুরুত্বপূর্ণ স্থানে কালো পতাকা উত্তোলন, সকালে সংগঠন সংশ্লিষ্ট সকলের কালো ব্যাজ ধারণ, ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর শেরপুরস্থ হযরত মীর শাহাব উদ্দিন (রাঃ) মাজার সংলগ্ন কবরস্থানে জেলা আন্দোলনের শাহাদাৎবরণকারী ওবায়দুর রউফ পলু সহ সকল প্রয়াত মুসলিমগণের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কবর জেয়ারত এবং দানবীর লোকনাথ রায় চৌধুরী কমপ্লেক্সে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবস উদযাপন উপ কমিটির আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর আহসান উল্লাহ্ হাসান এর তত্ত্বাবধানে জেলা উন্নয়ন পরিষদ এর আহবায়ক আলহাজ্ব মীর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর মু. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আন্দোলন ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব আবদুল্লাহ্ আল বাকী, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু ও এম এ আওয়াল।

পরিষদের সদস্য সচিব এহসান উল্লাহ্ মাসুদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আন্দোলনের কারা নির্যাতিত নেতা ফজল আহমেদ, এডভোকেট এমদাদুল হক চৌধুরী, জেলা উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি সাংবাদিক মোখলেছুর রহমান জীবন, সাবেক সাধারণ সম্পাদক আরমান উদ্দিন পলাশ, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল খালেক বাবুল, ঐক্য ন্যাপ নেতা আবু কালাম নাঈম, তফাজ্জল হোসেন জীবন, আবিদুর রহমান দেওয়ান, প্রভাষক শেখ জাহাঙ্গীর, জয়নাল আবেদিন মালদার, নিয়ামুল হুদা রতন, আলী আগজার বশির, শাহ আলম ভূঁইয়া, আবু কাউসার, মোর্শেদুল হক, বাবুল চৌধুরী, এম এ মুসা, কামরুল হাসান নান্টু, মাওলানা মোঃ আবদুল বাছির, শামসুদ্দিন জুয়েল প্রমুখ। সভায় বক্তারা জেলা আন্দোলনের স্মৃতিচারণ করে জেলা পর্যায়ের যে সকল সরকারী দপ্তর এখনো কুমিল্লায় রয়েছে অথচ ব্রাহ্মণবাড়িয়ায় স্থাপিত হয়নি সেগুলো দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্থাপনের জন্য সরকারের নিকট দাবী জানানোর পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার সাথে যে ৪৪টি মহকুমা একই সাথে জেলায় রূপান্তরিত হয়েছিল সেগুলোতে যথাযথ মর্যাদায় জেলা আন্দোলন ও শহীদ ওবায়দুর রউফ পলু দিবস পালনের জন্য সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসনের প্রতি আহবান জানান। বক্তারা মিয়ানমারে মুসলিম গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জেলা আন্দোলনে শহীদ ওবায়দুর রউফ পলুসহ প্রয়াত সকল মুসলিম ব্যক্তির বিদেহী আত্মার মাগফেরাত ও দেশ জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন দিবস উদযাপন উপ কমিটির আহবায়ক আহসান উল্লাহ্ হাসান।প্রেস রিলিজ






Shares