Main Menu

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান ও সদস্য প্রার্থী নিয়ে দলে বিভ্রান্তি ছড়ানোর কোন অবকাশ নেই …..বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

+100%-

s231216ডেস্ক ২৪:: জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সৈয়দ এ, কে, এম এমদাদুল বারী, ৫ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোহাম্মদ হোসেন এবং ৬ নং ওয়ার্ডের সদস্যপ্রার্থী সাদেকুর রহমান শরীফ ব্যতীত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আওয়ামীলীগ সমর্থিত আর কোন প্রার্থী নেই। এই ৩জন প্রার্থী ব্যতীত দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী থাকলে তাকে দলীয় নেতাকর্মীদের সমর্থন বা সহযোগিতা করার কোন সুযোগ নেই। তাই দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে সকলে একযোগে কাজ করতে হবে।তিনি শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নাটাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াছিন, মজিবুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোহাম্মদ হোসেন, ৬ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সাদেকুর রহমান শরীফ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শাহানুর ইসলাম, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জসীম উদ্দিন রানা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে বাসুদেব ইউপি চেয়ারম্যান মোবাশ্বের আলম, মজলিশপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, বুধল ইউপি চেয়ারম্যান আব্দুল হক, তালশহর পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ ওসমান প্রমূখ।






Shares