Main Menu

জেলা ওয়ার্কার্স পার্টির মানববন্ধন ও বিক্ষোভ

+100%-

rampalরামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মান বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা ওয়ার্কার্স পার্টি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধন চলাকালে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য ফজিলাতুন নাহার ও দীপক চৌধুরী বাপ্পী এবং কমিটির সদস্য সামসুল হক। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য নাছির মিয়া, মনির হোসেন, মিশু, আনু মিয়া, ফোরকান মোল্লা প্রমুখ। বক্তারা অবিলম্বে সুন্দরকে রক্ষার জন্য অবিলম্বে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মান কাজ বন্ধ করে অন্যত্র বিদ্যুৎ কেন্দ্র নির্মানের দাবি জানান। এছাড়াও বক্তারা অবিলম্বে মিয়ানমারে মুসলিম গনহত্যা বন্ধের দাবি জানান।প্রেস রিলিজ






Shares