জিয়া আইএসআই এজেন্ট ছিলেন: শাহরিয়ার কবির
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যোগ দেওয়ার আগে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) এজেন্ট ছিলেন বলে দাবি করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
২৮ জুলাই, শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় শাহরিয়ার এ দাবি করেন।
শাহরিয়ার কবির বলেন, ‘জেড ফোর্সের কমান্ডার ১৯৬৬ সালে আইএসআইয়ে যোগ দেন জিয়া। পরে একটি বিশেষ উদ্দেশ্যে তাকে যুদ্ধে অংশ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। যদি যুদ্ধে জয়লাভ করে তাহলে বাংলাদেশকে উন্নয়নে বাধা দেওয়া ছিল উদ্দেশ্য।’
আগামী জাতীয় নির্বাচন নিয়ে সবাইকে সতর্ক করে দিয়ে শাহরিয়ার জানান, নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে। এমনকি তিনি নিজেও হামলার শিকার হওয়ার আশঙ্কায় আছেন।
« ফুটবলের জনপ্রিয়তা ঃ প্রাসঙ্গিক কথা ———-আল আমীন শাহীন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবায় ফেসবুকে অপপ্রচারকারীদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন »