জাল সার্টিফিকেট সহ ০১ জন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর দিক নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই মোঃ রুবেল ফরাজী সঙ্গীয় ফোর্সসহ গতকাল ০১/০২/১৬ইং তারিখ ১৫.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে পরিচালনা করে প্রতারনা ও জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য এবং ভূয়া সার্টিফিকেট তৈরী কারী ১) জাহাঙ্গীর আলম (৪৫), পিতা-মৃত আঃ মজিদ, সাং-দরগাপাড়া, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা এ/পি পশ্চিম মেড্ডা সবুজবাগ, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা ঝবৎরধষ ঘড়-গইঈ ১২১৩৫৭০, জবম ঘড়-৬৮৬২৭১/২০১০, উধশযরষ ঊীধসরহধঃরড়হ-২০১৪, ঝযযধমমধফ, জড়ষষ ঘড়-২৭১২৭০ এর মূল কপি এবং ঝবৎরধষ ঘড়-গইঈ ১২১৩৫৭০, জবম ঘড়-৬৮৬২৭১/২০১০, উধশযরষ ঊীধসরহধঃরড়হ-২০১৪, গফ ঋধরংধষ অনবফরহ, জড়ষষ ঘড়-২৭১২৭০ এর সত্যায়িত ফটোকপি ০৬ (ছয়) টি, রর) সার্টিফিকেট তৈরীর কাজে ব্যবহৃত ০১টি ঐচ ল্যাপটপসহ অত্র থানাধীন পশ্চিম মেড্ডা সবজুবাগ উক্ত আসামীর ভাড়াটিয়া বাসা থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে। প্রেস রিলিজ
পপ