জাতীয় শোকদিবস যথাযোগ্য মর্যাদায় ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পালন করতে চাই— জেলা প্রশাসক
বুধবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি নায়ার কবীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ্, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবুর রহমান বাবুল, জেলা জাসদ সভাপতি এডঃ আখতার হোসেন সাঈদ, জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার গাজী মোঃ রতন মিয়া, সদর উপজেলা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ্ প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আগামী ১৫ আগস্ট জাতীয় শোকদিবস যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পালন করতে চাই। তিনি এ সময় আরো বলেন, স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা সকলে একযোগে এই কর্মসূচী পালন করতে চাই।