জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়া শাখা ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে জঙ্গিবাদ সস্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী
জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ে উদ্যোগে গতকাল রোববার বঙ্গমাতা ফজিলাতুন নসা মুজিবের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে জঙ্গিবাদ সস্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী হয়েছে।
সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসচীতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ বশীরুল হক ভ’ইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মিসেস নায়ার কবীর, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত , জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান ফরিদা নাজমীন – এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নেসার, পৌর কাউন্সিলর ও মহিলা সংস্থার পরিচালনা কমিটির সদস্য শামীমা ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি. মহিলা আওয়ামী লীগ নেত্রী ঝুমা, যুবলীগ নেতা সালাউদ্দিন সরকার আল আমিন, মাসুদ প্রমুখ। পরিচালনা করেন স্মৃতি সবুর। মানব বন্ধনে বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে প্রত্যেক মায়েদের সচেতন হওয়ার উদাত্ত আহবান জানান।প্রেস রিলিজ