জাগো ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেট কাইন্ডনেস চ্যালেঞ্জ উদযাপন
জাতীর উন্নয়নে যারা নিরলস ভাবে আমাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন যারা সর্বদায় আমাদের সমাজকে উন্নীত করার জন্য সার্বক্ষনিক শ্রম দিয়ে যাচ্ছেন তাদের কাজকর্ম কে সম্মান জানিয়ে গতকাল ৩২টি জেলায় একযোগে পালিত হল গ্রেট কাইন্ডনেস চ্যালেঞ্জ ২০১৬।
সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাণকেন্দ্র পৌর মুক্ত মঞ্চ হতে জাগো ফাউন্ডেশনের ৩০ জন ভলান্টিয়ার উৎসব মুখর পরিবেশে তাদের যাত্রা শুরু করেন। ঐ সময় সবার হাতে ছিল বিভিন্ন রকমের ফুল। তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের ফায়ার সার্ভিস ষ্টেশনে, পুলিশ ষ্টেশনে, পুশিল সুপার এর কার্যালয়ে, জেলা প্রশাসকের কার্যালয় সহ রাস্তার বিভিন্ন স্থানে থাকা ট্রাফিক পুলিশদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ধন্যবাদ জ্ঞাপন করেন তাদের প্রতি।
সম্মানিত ব্যক্তিগন জাগো ফাউন্ডেশনের এই কারয্যক্রম কে সাধুবাদ জানান, তারা এই সম্মানটুকু কে অনেক বড় পাওয়া বলে জানান।জাগো ফাউন্ডেশনের যে কোন কারয্যক্রম এ তারা অংশ নিবেন বলে জানান, উক্ত প্রোগ্রামে সার্বিক দায়িত্ব পালন করেন জাগো ফাউন্ডেশনের মনোনীত সংগঠন ভলান্টিয়ার ফর ব্রাহ্মণবাড়িয়া এর জেলা প্রেসিডেন্ট তারেক আজিজ ও সেক্রেটারি সোহান মিয়া। আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট কাজল চন্দ্র সূত্র ধর, রাসেল মিয়া, আশিকুল ইসলাম তামিম, রবিন মিয়া, সাইদুর রহমান, জেসমিন আক্তার, সাদিয়া শিরিন, সাবিনা আক্তার, আফনান আলম সাকিব, সুজন মিয়া সহ প্রমুখ।প্রেস রিলজ