জঙ্গিবাদ সম্পর্কে মানুষকে সচেতন করতে ইমামগণের ভূমিকা অত্যন্ত জরুরী— জেলা প্রশাসক
মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল মসজিদের ইমাম, খতিব ও আলেম ওলামা মাশায়েকদের নিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ কল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামসুল হক, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম মোসা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াছমিন নাহার রুমা, ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার উপ পরিচালক আব্দুল মালেকসহ জেলার বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ। মোনাজাত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের খতিব হযরত মাওঃ বেলায়েত উল্ল্হা নূর। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ইমাম অর্থ নেতা। তাই নেতা হিসেবে জঙ্গিবাদ সম্পর্কে মানুষকে সচেতন করতে ইমামগণের ভূমিকা অত্যন্ত জরুরী। তিনি এ সময় আরো বলেন, ইসলামের সাথে জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই। তাই তাদেরকে এখনই দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।