Main Menu

জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

+100%-

mbজঙ্গিবাদ নিপাত যাক- জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ব, সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ আহাম্মদ খান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম।

সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী’র পরিচালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি সামছুজ্জামান, মোঃ হানিফ, মোশারফ হোসেন, সাহেদ আলী, আবু ইউসুফ ভূইয়া, মুর্শেদুল ইসলাম, হেলাল উদ্দিন, হুমায়ুন কবীর, আমির ফয়সাল, গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, আবু আক্কাস মিয়া, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, মহিলা সম্পাদিকা মোসাম্মৎ কাউসার বেগম, শিক্ষক নেতা এফরানুল ইসলাম শরীফ, সতেন্দ্র চন্দ্র চৌধুরী, শেখ সাদী, আল আমিন খানসহ শিক্ষক নেতৃবৃন্দ।

মানববন্ধনের প্রাক্কালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষক সমিতি কার্য্যনির্বাহী কমিটির প্রথম সভা নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষকদের ৫% বেতন প্রবৃদ্ধি সহ শিক্ষকদের ন্যায্য দাবী দাওয়া বিষয়ে বিষদ আলোচনা করা হয়। সভায় বক্তাগণ বলেন, তাদের ন্যায্য দাবী প্রতিষ্ঠা না হলে আগামীতে কঠোর আন্দোলন করা হবে।প্রেস রিলিজ






Shares