ছাত্র-ছাত্রীদেরমাঝে মাদক,বাল্য বিবাহ ও ইভটিজিং বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে :: পুলিশ সুপার মিজানুর রহমান
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেছেন ,ছাত্র-ছাত্রীদেরমাঝে মাদক,বাল্য বিবাহ ও ইভটিজিং বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। এব্যাপারে অভিভাবক, শিক্ষক সহ সকলকে এগিয়ে আসতে হবে। একটি সামাজিক সংগঠনের উদ্যোগে রবিবার গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনিএকথা বলেন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডাঃ আবু স্ঈদ,অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ,এডভোকেট লোকমান হোসেন ।
কলেজের অধ্যক্ষ ডঃ বিশ্বজিত ভাদুরীর সভাপতিত্বে বক্তৃতা করেন ন্ঈম ইসলাম সাইফী, জুবয়ের খন্দকার প্রমুখ।
সভাশেষে কলেজ প্রাঙ্গনে অতিথিরা বৃক্ষরোপন করেন।
« বাঁচিয়ে রাখা গেল না জোড়া মাথার সেই নবজাতককে (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সুহিলপুরে বাস চাপায় শিশু নিহত »