চীন সরকারের আমন্ত্রনে ফজিলাতুন্নেসা বাপ্পী এম.পি চীন সফরে
আওয়ামীলীগের গবেষনা প্রতিষ্ঠান সিআরআই ও চীন সরকারের আমন্ত্রনে ৭দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ও সংসদ সদস্য অ্যাডঃ ফজিলাতুন্নেসা বাপ্পী।
গতকাল রবিবার দুপুরে তিনি চীন সফরে যান। ১৬সদস্যের প্রতিনিধি দলের মধ্যে তরুন উদ্যোমী গতিশীল সংসদ সদস্য হিসেবে ৮জন রয়েছেন সংসদ সদস্য ও ৮ জন রয়েছেন যুব নেতা। ১২জুন রবিবার থেকে ১৭ জুন শুক্রবার পর্যন্ত থাকবেন চীন সফরে। সেখানে তিনি চীনর কুনমিং টেনজিং ও বেইজিং এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পার্টির প্রোগ্রাম এবং চীনা সরকারের মন্ত্রীদের সাথে বৈঠক ও চীনের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য, আর্থ সামাজিক অবস্থা, সাংস্কৃতিক দিক নিয়ে কাজ করার কথা রয়েছে।
« জেলার আইন শৃঙ্খলা রক্ষায় সবধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে:: জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আশুগঞ্জে ট্রাক উল্টে আধা ঘন্টা যান চলাচল বন্ধ »