Main Menu

চিনাইরে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা (বান্নি) অনুষ্ঠিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা সদর মাছিহাতা ইউনিয়নের চিনাইরে অতি প্রাচীন কাল থেকেই বৈশাখ মাসের ২য় সপ্তাহ রবিবার সারাদিন ব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। জানা যায় ১৯৩৫ সাল খেকে আজ ও চিনাইরে এ ঐতিহ্যবাহী বৈশাখী মেলা যাহাকে আঞ্চলিক ভাষায় বান্নি বলা হয় পূর্বে মেলাটি হইতো এস,এম.বি হাই স্কুল মাঠ যাহা পরবর্তিতে চিনাইর আঞ্জুমান আরা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ এখন চিনাইর বঙ্গ্বন্ধু শেখ মুজিব অনার্স কলেজ মাঠে হয়ে থাকে , মেলায় আসে প্বাশের গ্রাম সহ- দুর দুরান্তের বহু লোকের সমাগম হয়। এ মেলায় বাঁশ, বেত শিল্প কাঠ,মাঠির তৈয়ারী খেলনা,চড়কি, পুতুল নাচসহ নানা রকমের অনুষ্ঠানের উৎসব মুখর ভাবে সকলে মিলে মিশে আনন্দ উপভোগ করে থাকে।

অনেকের ধারনা প্রায় এক শত বছর পূর্ব থেকে এটি একটি ঐতিহ্যবাহী মেলা হিসাবে চিনাইরের খেলার মাঠে হয়ে আসছে।






Shares