Main Menu

চলচ্চিত্রে জীবনের চিত্র ফুটে উঠে,সুন্দর জীবনাচারে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে ::বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

+100%-

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইউনিসেফ এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ বুধবার ১২ থেকে ২০ বছর বয়সী শিশু কিশোরদের মাধ্যমে এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা সমাপ্ত হয়েছে। সমাপনী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যাভিনেতা জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি,জেলা আওয়ামীলেিগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস আর ওসমাণ গণি সজিবের সভাপতিত্বে , যুগ্ম সাধারণ সম্পাদক ও কর্মশালার আনোয়ার হোসেন সোহেল সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রজেক্ট অফিসার মাজহারুল ইসলাম,প্রশিক্ষক অনোয়ারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, চলচ্চিত্রে জীবনের চিত্র ফুটে উঠে,সুন্দর জীবনাচারে নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে । শিশু কিশোরদের মাধ্যমে শর্টফিল্ম নির্মাণের এই উদ্যোগ সুন্দর জীবন গঠনে ভ’মিকা রাখবে। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমের দীক্ষায় এবং সুস্থ সংস্কৃতির চর্চায় শিশু কিশোরদের সম্পৃক্ত রাখতে অভিভাবক সহ সকল মহলকে আহবান জানান।
অনুষ্ঠানে ২০ জন প্রশিক্ষণাথীকে সনদ প্রদান করা হয় এবং শিশুদের তৈরী ১০ টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।






Shares