গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষায় এসব খেলার চর্চা আবার শুরু করতে হবে:: মেয়র মোঃ হেলাল উদ্দিন
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী মোড়গ লড়াই প্রতিযোগিতা গতকাল শনিবার সকালে দাড়িয়াপুর শহীদ কাসেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন মোড়গ লড়াই ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী একটি খেলা । ঐতিহ্যবাহী এসব খেলার চর্চা এখন আর খুব বেশী দেখা যায় না। গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষায় এসব খেলা চর্চা আবার শুরু করতে হবে। এই জন্য বিভিন্ন ক্রীড়ামোদী ও পৃস্থপোষকদের এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি আগামী আরো বড় পরিসরে এই খেলা আয়োজনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এলাকার বিশিষ্ট ব্যক্তি বসির আহমেদ ছুট্টু মিয়ার সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শহর আওয়ামীলীগ সভাপতি হাজী মোঃ মুসলিম মিয়া, সাবেক কমিশনার আবুল হোসেন শ্যামল, এলাকার বিশিষ্ট মুরুব্বি আলি মিয়া, মোঃ নাসিম মিয়া, সুজন মিয়া, জালাল আহমেদ, মোঃ রহিম মিয়া, মোঃ কাদির মিয়া, রেজাওয়ানুল হক মনি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আবু নাইম। খেলায় ১৬টি মোড়গ অংশ গ্রহন করে। প্রায় তিন শতাধীক দর্শক খেলা দুটি উপভোগ করেন।