Main Menu

কোচিং বন্ধ করে শিক্ষকদের স্কুলের প্রতি মনোযোগের আহবান -ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের

+100%-

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হক বলেছেন, কোচিং বন্ধ করে শিক্ষকরা যদি স্কুলে শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হন তাহলে শিক্ষার মান আরো উন্নত হবে।

তিনি শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে ১৪তম শিশু মেধাবৃত্তি ও শিশুমেলা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মেধাবৃত্তি ফাউন্ডেশন সভাপতি অধ্যাপিকা ফাহিমা খাতুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী ।

সভাপতির বক্তব্যে মোকতাদির চৌধুরী বলেন, বিএনপি জামায়াতের সাথে আমাদের পার্থক্য হল তারা শিক্ষার্থীদের বই পুড়ায় আর আমাদের সরকারে পড়াতে সহায়তা করে। শিশুদের শিক্ষার প্রসারে আমরা কাজ করে যাবে।

এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বেগম নূরুন নাহার উসমানী, অতিরিক্ত সচিব ইয়ামিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি জেলার ৬৮শিক্ষা প্রতিষ্ঠানের ১১৯১জন শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করেন।






Shares