Main Menu

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি

+100%-

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের তারেক রহমানের নামে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাজানো মিথ্যা মামলায় সাজা প্রদানের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের সড়ক বাজার মোড়ে জেলা বিএনপির ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সভা করেন। জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে উক্ত অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন জহির। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক, মোঃ আলী আজম, আসাদুজ্জামান শাহীন, আলমগীর হোসেন, কাউসার কমিশনার, নিয়ামুল হক, শফিকুর রহমান সেন্টু, মজিবুর রহমান মন্টু, আরমান উদ্দিন পলাশ, মোঃ ফারুক কমিশনার, মিজানু রহমান, দেলোয়ার হোসেন দিলীপ, বুলবুল আহমেদ মুসা, রাশেদ কবির আখন্দ, এনামুল হক জুয়েল, আজহার হোসেন দিদার, সাঈদ হোসেন সানি, সালাউদ্দিন মোল্লা, মোকারম হোসেন আদি, সাজিদ, সোহেল প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, হামলা মামলা জেলা জুলুম নির্যাতন করে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচী পন্ড করে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগণের ভোটের অধিকার আদায় এবং গণতন্ত্রের পুর্ণউদ্ধারের আন্দোলনকে বন্ধ করা যাবে না। যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, জনগণের ভোটের অধিকার আদায় এবং গণতন্ত্র পুর্ণউদ্ধার না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে বিনা কারণে পুলিশের বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ।প্রেস বিজ্ঞপ্তি






Shares