Main Menu

কৃষকদের আধুনিক যন্ত্রের মাধ্যমে চাষাবাদের আহবান জেলা প্রশাসকের

+100%-

brahmanbaria-krisi-math-dibosh-dc-picture-15-12-16

খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বূদ্ধি প্রকল্প এর আওতায় কম্বাইন্ড হারভেষ্টার দ্বারা রোপা আমন ফসলের শস্য কর্তন উপলক্ষে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়ায় এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। তিনি আধুনিক যন্ত্রের মাধ্যমে চাষাবাদের জন্য কুষকদের প্রতি আহবান জানান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নতুল ফেরদৌসির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবু নাছের,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত,সদর উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হােসেন ।
মাঠ দিবস উপলক্ষ্যে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র দিয়ে ২ একর রোপা আমন জমির ধান কর্তন মাড়াই ও ঝাড়াই করা হয়।






Shares