কবি নজরুল বাঙালি জাতির অহংকার — জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উপদযাপন উপলক্ষ্যে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এসআরএম ওসমান গণি সজিব এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার গবেষক মুহাম্মদ মুসা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ্, অধ্যাপক মানবর্দ্ধন পাল, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সাধারণ সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউফ খাঁ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, কবি নজরুল বাঙালি জাতির অহংকার। তিনি আমাদের বাঙালির অনুপ্রেরণা। কবি নজরুল কবিতা, গান লিখেছেন এবং পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন। কবি নজরুলের কবিতা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের মাঝে অনেক অনুপ্রেরণা দিয়েছে। তিনি বলেন, জাতিয় কবি নজরুল ইসলামের শিক্ষা অনুস্মরণ করলে দেশে জঙ্গি সন্ত্রাস থাকবে না। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।