Main Menu

ওয়ার্ল্ড কনসার্নের উদ্যোগে আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস উদযাপন

+100%-

আন্তর্জাতিক বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) ব্রাহ্মণবাড়িয়া এর এনসিওর প্রোট্রেকশন এন্ড জাস্টিট থ্রু ইনট্রিগ্রেটেড এ্যাপ্রোচ (ইপজিয়া) প্রকল্পটির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গৌতমপাড়া বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে হল রুমে আন্তজাতিক মানব পাচার বিরোধী দিবসটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে র‌্যালির আয়োজন করা হয়। এর পরেই দিবসটির মূল অংশ শুরু করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ সরকার,বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক আলী রহমান।

এসময় প্রধান অতিথি তার বক্তবে সবার উদ্দেশ্য করে বলেন, আমরা আজ বিশ্ব মানব পাচার বিরোধী দিবসটি পালন করছি। মানব পাচার বিষয়টি খুবই ভয়াবহ। আমরা মানব পাচার বিষয়ে সবাই সচেতন থাকবো এবং অন্যদেরকে ও এ বিষয়ে সচেতন করব। তিনি আরো বলেন, প্রতি বছরই আমাদের দেশ থেকে নারী ও শিশুরা পাচার হয়ে যাচ্ছে। তাই নারী ও শিশুদের বিশেষ সুরক্ষা করে রাখতে হবে।

তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা তোমাদের নিজেদের সহ তোমাদের ছোট ভাই-বোনদের খুবই যত্ন সহকারে খেয়াল রাখবে। বিশেষ অতিথি জনাব আলী রহমান -বিশ্বমানব পাচার বিরোধী দিবস সম্পর্কে বলেন-আমরা আগে এ বিষয়টি গুরুত্ব দিতাম না। কিন্তু আমরা এখন মানব পাচারের বিরুদ্ধে সোচ্চার রয়েছি। মাঝে মাঝে আমরা শিশু হারানোর ঘটনা শুনতে পাই। এটি আমাদের জন্য দুঃখজনক। তাই শিশুদের সার্বিক নিরাপত্তায় আমাদের সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন, পাচার প্রতিরোধের জন্য যথাযথ শাস্তির ব্যবস্থা থাকতে হবে, যাতে করে কোন পাচারকারী পাচারের সাথে যুক্ত হতে সাহস না পায়। তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন পাচার বন্ধে শিশুদের একা না ছাড়া, অপরিচিত কাউকে বাড়ীতে আশ্রয় না দেওয়া, অপরিচিত কারো খাবার না খাওয়া, প্রেমের ব্যাপারে মেয়েদের সচেতন, এলাকায় সন্দেহজনক লোক দেখলে খোঁজ নেওয়া,সঠিক তথ্য না জেনে ছেলে মেয়েকে বিয়ে না দেয়া।

তিনি বলেন, কোন বিপদ ঘটার আগে আমাদের সবার সচেতন হয়ে মোকাবিলা করতে হবে, এবং আমাদের সকলকে একএিত থাকতে হবে, আমি ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) ইপজিয়া প্রকল্পকে ধন্যবাদ দেই এত সুন্দর ভাবে অনুষ্ঠানটি আয়োজন করে অত্র বিদ্যালয়ের সকলকে সচেতন করার জন্য।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপজিয়া প্রোগ্রাম অফিসার প্রবাল সাহা (অর্ক)। তিনি বলেন, এবারের মূল প্রতিপাদ্য বিষয়টি হলো মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে কোন শিশু পিছিয়ে না থাকুক। তিনি বলেন পাচারের প্রতিটি রুট বন্ধ করে দিতে হবে। আমাদের সবার মানব পাচার বিষয়ে সচেতন হয়ে জাগ্রত থাকতে হবে। এসময় অনুষ্ঠানে অংশগ্রহনকারী ছাএ-ছাএীদের নানা পরামর্শ, প্রশ্ন-উত্তর ও আলোচনার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।






Shares