Main Menu

এরশাদের সময় দেশের মানুষ অনেক শান্তিতে ছিল, সুখে ছিল তা এখন বুঝতে পারছে — এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি

+100%-

%e0%a6%8f-%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%beডেস্ক ২৪:: শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে হোটেল লাল শালুক’র হলরুমে ১ জানুয়ারী জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি। ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডঃ জিয়াউল হক মৃধা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা এডঃ রেজাউল ইসলাম ভূঞা, আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও জেলা জাতীয় জাতীয় পার্টির সদস্য সচিব কাজী মামুনুর রশিদ, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য সচিব ফখরুল আহসান শাহজাদা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডঃ আব্দুল হামিদ ভাসানী, সদস্য নাদিম চিশতী, মাসুদুর রহমান, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, জাতীয় ছাত্র সমাজ ঢাকা দক্ষিণ সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।

জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব আবু কাউসার খান ও সৈয়দ মোকাব্বেরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মনির হোসেন দেলোয়ার, হাজী জসিম উদ্দিন জমসেদ, তাজুল ইসলাম, এডঃ আব্দুল্লাহ্ আল হেলাল, জেনহারুল ইসলাম লিটন, সাহেদুর রহমান শাহেদ, আজিজুল ইসলাম দুলাল, এমদাদ বারী, এটি এম আব্দুল্লাহ্, জহিরুল ইসলাম মাষ্টার, হুমায়ুন কবীর, এমদাদুল হক সালেক, নজরুল ইসলাম শাহজাদা, আজিম খান বাবু, সোলেমান মজুমদার, দুলাল মোল্লা, মাওঃ সিরাজ আকরাম, ইকরাম হোসেন, মোঃ তোহা, আরিফুল ইসলাম, বিল্লাল হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টিকে নতুনভাবে সাজাতে চাই। মানুষের আশা আকাঙ্খা পূরণে পল্লীবন্ধু এরশাদের বিকল্প নেই। এরশাদের সময় দেশের মানুষ অনেক শান্তিতে ছিল, সুখে ছিল তা এখন বুঝতে পারছে। তাই পল্লীবন্ধু এরশাদকে মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। এই লক্ষকে সামনে রেখে আমরা আগামী ১ জানুয়ারী ঢাকায় মহা সমাবেশের মাধ্যমে প্রমাণ করতে চাই পল্লীবন্ধু এরশাদ মুক্ত মানুষ হিসেবে আগামীদিন একক নির্বাচনের মাধ্যমে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নেতৃত্ব দিবেন। মানুষের কল্যাণে তার বাকি জীবনটুকু পার করবেন। তিনি এ সময় আরো বলেন, আমি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরে বেড়াচ্ছি যেখানেই যাচ্ছি সেখাই একই কথা আগামীতে আমরা কোন দল বুঝি না। আমরা অন্য কিছু বুঝি না, আমরা শুধু লাঙ্গলে ভোট দিতে চাই। আমাদেরকে সুযোগ করে দিন। আমরা নেতা পল্লীবন্ধু এরশাদকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই।






Shares