উপজেলা পরিষদ এসোসিয়েশনের ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মতবিনিময় সভা
সংবিধানের নির্দেশনা ও আইনের আলোকে নির্বাচিত উপজেলা পরিষদ কার্যকর নয় , এ নিয়ে জনপ্রতিনিধি সাংবাদিক ও বিশিষ্টজনের সাথে ব্রাহ্মণবাড়িয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহবানে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা হয়।
বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও- এর সভাপতিত্বে রোববার দুপুর ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা মুকাই আলী সহ বিভিন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগন ।
আলোচকগণ সংবিধানের নির্দেশনা ও আইনের আলোকে নির্বাচিত উপজেলা পরিষদকে কার্যকর করতে সরকারের সহযোগিতা কামনা করেন। বক্তাগণ বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি কোন ব্যক্তি বা কর্মকর্তার বিরুদ্ধে নয়, জাতির পিতার সংবিধান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মহান জাতীয় সংসদে পাস কৃত আইনের যথাযথ বাস্তবায়নে চিহ্নিত প্রতিবন্ধকতা দূর করে নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে উপজেলা প্রশাসনিক স্তরে কর্মকর্তাদের সমন্বয়ে একযোগে জনগণের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। বক্তাগণ ৫ দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি ও জেলার বিশিষ্ট নাগরিকগন।