উন্নয়ন কাজ একটি চলমান প্রক্রিয়া, এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন পৌরসভার নিজেস্ব আয় দিয়ে রাস্তা ড্রেনের বৃহৎ উন্নয়ন কাজ করা যায় না। বিভিন্ন দাতা সংস্থা থেকে প্রকল্প এনে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়। পৌরসভার চাহিদা অনুযায়ী সকল অর্থ সহায়তা দাতা সংস্থা থেকে পাওয়া যায় না। তাই সব এলাকার উন্নয়ন একসঙ্গে কাজ করা যায় না। উন্নয়ন কাজ একটি চলমান পক্রিয়া। আমরা ধারাবাহিক ভাবে বিভিন্ন প্রকল্প সহয়তা আনছি এবং সেগুলি দিয়ে শহরের উন্নয়ন কাজ করে যাচ্ছি। তিনি বলেন, চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকা ব্যহত হলে শহরবাসীকে দূর্ভোগ পোহাতে হবে। তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল পৌরসভা গঠনের লক্ষে চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় পৌরবাসী সকলের সহযোগিতা কামনা করেন। মেয়র গতকাল পৌর এলাকার চন্ডালখিলে রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন কালে এলাকার গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ ইউনুছ মিয়া, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, জেলা আওয়ামীলীগ নেতা খোকন আচার্য্য, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজি ডাঃ মোঃ ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুছ মিয়া, সহকারি প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ, মনিরুল ইসলাম অপু, মোঃ মিজানুর রহমান মাস্টার, মোঃ নাছির মিয়া, মোঃ আব্দুল জলিল, মোঃ আয়ুইব খান, মোঃ তৌফিক আহমেদ, শেখ ফরিদ, মোঃ হাবিবুর রহমান, মোঃ গাজিউর রহমান, মোঃ শরিফ মিয়া, আওয়াল মিয়া, মোঃ সেলিম আহমেদ, মোঃ মনিরুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ ইকাবাল বাহার, মোঃ ফয়সাল, মোঃ ফারুক মিয়া, মোঃ বাছির মিয়া, মোঃ জুনাঈদ প্রমুখ। পরে তিনি রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন এবং নির্মান কাজ সফল ভাবে শেষ করার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করেন।প্রেস রিলিজ