ইউপি নির্বাচন : ব্রাহ্মণবাড়িয়া সদরের নতুন শিডিউল, বাদ থাকছে নাটাই দক্ষিণ
ব্রাহ্মণবাড়িয়া সদরের ১১ ইউনিয়নে নয়, ১০ ইউনিয়নে নির্বাচন হচ্ছে ৫ম ধাপে। বুধবার এসব ইউনিয়নের নির্বাচনের নতুন সময়সূচি ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিস।
এর আগে গত ২৭শে নভেম্বর সদরের ১১ ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়েছিল। মেয়াদ শেষ না হলেও নাটাই দক্ষিণ ইউনিয়নের নির্বাচনের তফসিল হয়। এরপর ওইদিনই জেলা নির্বাচন অফিস নাটাই দক্ষিণ ইউনিয়নের নির্বাচনের মেয়াদ হয়নি এই তথ্য দিয়ে নির্বাচন কমিশনের কাছে নির্দেশনা চেয়ে চিঠি পাঠায়।
এতে বলা হয় এই ইউনিয়নের সাধারণ নির্বাচন হয় ২০১৬ সালের ২৮শে মে। এরপর চেয়ারম্যান ও ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বিল কেন্দুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের স্থগিত ভোট হয় ২০১৭ সালের ১৩ই জুলাই। ইউনিয়ন পরিষদের দু’টি গেজেট প্রকাশিত হয়। যার একটি চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য ব্যতীত। অন্যটি চেয়ারম্যান ও ১ নং ওয়ার্ডের সদস্য পদের গেজেট। নাটাই দক্ষিণ ইউনিয়নের প্রথম সভার তারিখ থেকে মেয়াদ উত্তীর্ণের তারিখ ২০২২ সালের ৪ঠা জুন। প্রথম সভার মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ১৮০ দিন শুরু হওয়ার তারিখ ২০২২ সালের ৪ঠা জানুয়ারি। এখন নির্বাচন হবে সদর উপজেলার মাছিহাতা, বাসুদেব, সুলতানপুর, রামরাইল, নাটাই উত্তর, বুধল, মজলিশপুর, তালশহর পূর্ব, সুহিলপুর দক্ষিণ ও সাদেকপুর ইউনিয়নে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান জানান, নতুন সময়সূচি অনুসারে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৯ই ডিসেম্বর, বাছাই ১২ই ডিসেম্বর, আপিল দায়ের ১৩ থেকে ১৫ই ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৮ই ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৯শে ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২০শে ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ৫ই জানুয়ারি।