আশুগঞ্জে ভিডিও কনফারেন্সে বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ইউনিটটির উদ্বোধন করেন তিনি। বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পর দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রসাশন ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বক্তব্য দেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সংরক্ষিত নারী আসনের এমপি ফজিলাতুন্নেসা বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।
উল্লেখ্য, ২ হাজার ১শ কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব উদ্যোগে কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারিং লি. ২০১৩ সালের ফেব্রুয়ারিতে এই কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করে।আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব তহবিল, ইসিএ ব্যাকড প্রজেক্ট ফাইনান্সের অর্থায়নে এ প্রকল্প নির্মাণ করা হয়।নির্ধারিত সময় ২০১৫ সালের এপ্রিল মাসে ১৫০ মেগাওয়াট ক্ষমতার সিম্পল সাইকেল বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করে।বাকি ৭৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল ইউনিট ২০১৫ সালের ডিসেম্বর মাসে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করে।