Main Menu

আর্ত মানবতার সেবায় এগিয়ে আসতে হবে — এডঃ এমদাদুল হক চৌধুরী

+100%-

20160828_142220ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিট কর্তৃক আয়োজিত দুইদিনব্যাপী রেড ক্রিসেন্ট মৌলিক, প্রাথমিক চিকিৎসা ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ গতকাল রোববার সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এডঃ এমদাদুল হক চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য এম এ এইচ মাহবুব আলম, মাশুকুল কবীর, সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা, ইউনিট লেভেল অফিসার আব্দুল করিম, ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রেড ক্রিসেন্ট শিক্ষক মনিরুজ্জামান। প্রশিক্ষক ফয়সাল উদ্দিন ভূইয়া’র পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মোঃ সালাহ্ উদ্দিন ভূইয়া, উপ যুব প্রধান ও প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কারী ইফতেয়ার উদ্দিন রিফাত, প্রশিক্ষক খাজা মাঈন উদ্দিন এলাহী।

প্রধান অতিথির বক্তব্যে এডঃ এমদাদুল হক চৌধুরী বলেন, আর্ত মানবতার সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান হল রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্টের এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)






Shares