আমাদের অসমাপ্ত উন্নয়ন কাজ বাস্তবায়নে পৌরবাসীদের সহোযোগিতা করতে হবে:: মেয়র মোঃ হেলাল উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন বর্তমার পৌর পরিষদ দায়িত্ব গ্রহনের সময় পৌরসভার অবস্থা ছিলো নাজুক। আমাদের অক্লান্ত পরিশ্রমে পৌরসভার প্রভুত উন্নয়ন স্বাধীত হয়েছে। এখনো অনেক কাজ চলমান আছে। অনেক এলাকার উন্নয়ন কাজ পক্রিয়াধীন আছে এবং যে সমস্ত এলাকা অবহেলিত উন্নয়ন কাজ হয়নি সেগুলোও আমাদো উন্নয়ন পরিকল্পনায় আছে। দুইবার পৌরসভার দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও বিশ্বের বিভিন্ন আধুনিক দেশ সফর করার অভিজ্ঞতা দিয়ে আমি এই পৌরসভার উন্নয়নে কাজ করে যাচ্ছি। তিনি বলেন একটি সম্বন্নিত পরিকল্পনার মাধ্যমে আমরা পৌরসভার উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের যে কাজ গুলো অসমাপ্ত থাকবে তা পূরনে আপনাদের সহোযোগিতা করতে হবে। মেয়র গতকাল রাতে পৌরসভার গোকর্ণঘাটের উত্তরপাড়ার বিশিষ্ট ব্যক্তিদের সাথে এক মতবিনিয়ম সভায় উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক ও ডিজিটাল পৌরসভা গঠনে জন্য চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় পৌরবাসী সকলের দোয়া সহযোগিতা কামন করেন। এলাকার বিশিষ্ট ব্যক্তি হাজী আব্দুল খালেক মিয়ার সভাপতিত্বে মতবিনিম সভায় বক্তব্য রাখেন এড. আব্দুল বাছির, পৌর কাউন্সিলর মোঃ ইউনুছ মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজী ডাঃ মোঃ ইয়াকুব আলী, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, খোকন কান্তি আর্চায্য, মোঃ কামাল আহমেদ, আলাউদ্দিন আলাল, মোহন মিয়া, মোঃ ইব্রাহীম মিয়া, মোঃ কামরুল ইসলাম, মোঃ আব্দুল ওয়াহাব, এলেম খা, ফুল মিয়া, শফিকুল ইসলাম, লিয়াকত আলী, মোঃ আশিক মিয়া, প্রমুখ। সভা পরিচালনা করেন এড. মোঃ আবু ইউসুফ।প্রেস রিলিজ