Main Menu

পশ্চিম মেড্ডা বাজার আল্- আরাফাহ্ ইসলামী ব্যাংকের আউটলেট এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

আপনার টাকার সবধরণের নিরাপত্তার জন্য আল্- আরাফাহ্ ইসলামী ব্যাংকে একাউন্ট খুলুন –ইভিপি আলহাজ্ব আবেদ আহাম্মদ খান

+100%-

alarafahআল্- আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ঢাকা প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং ডিভিশন এর হেড অব এজেন্ট আলহাজ্ব আবেদ আহাম্মদ খান বলেছেন, এখানকার সন্তান হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার জনগণের পাশে দাঁড়াতে পেরে আমি আবেগে আপ্লুত। তিনি বলেন, বাংলাদেশের ৪৮ পার্সেন্ট লোক ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত। ৫২ পার্সেন্ট জড়িত নয়, তারা অন্যখাতে টাকা জমা রাখায় সেখানে টাকার কোন নিরাপত্তা নাই। কিন্তু ব্যাংকে বিভিন্ন খাতে একাউন্ট চালুর মাধ্যমে টাকা জমা রাখা সম্পূর্ণ নিরাপদ, চুরি ছিনতাই বা লোপাটের কোন আশংকা নাই। ঐ ৫২ পার্সেন্টসহ সবাই ব্যাংকিং কার্যক্রমে জড়িত থাকলে আপনাদের জমাকৃত টাকার নিরাপত্তা থাকবে। এজেন্ট ব্যাংকিং হলো এতে সব ধরণের ব্যাংকিং হবে সীমিত আকারে। এই এজেন্ট ব্যাংক আপনাদেরই। তাই আপনারা ব্যাংকের বিভিন্ন খাতে আপনাদের জমাকৃত টাকার সব ধরণের নিরাপত্তার জন্য আল্- আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট অফিসে আসুন, একাউন্ট খুলুন। আপনার টাকার নিরাপত্তা বিধান করুন। তিনি গতকাল ২৭ ডিসেম্বর সকাল ১১টায় পশ্চিম মেড্ডা বাজারে ভাই বোন প্লাজায় আল্- আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ৬১তম আউটলেট এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পরে ফুলে তৈরী ফিতা কেটে তিনি আউটলেটের উদ্বোধন করেন।
ব্যাংক এজেন্ট মোঃ আনিছুর রহমান শরীফ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল -আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোঃ মোস্তাক আহমেদ মোল্লা, ঢাকা প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ রফিকুল ইসলাম, এজেন্ট ব্যাংকিং ডিভিশন এর এফ এ ভি পি মোঃ ইসতিয়াক হাসান। স্বদেশি’র নির্বাহী পরিচালক সৈয়দ আজিজুর রহমানের সঞ্চালনায় এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম মেড্ডা (পীরবাড়ি) বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুর রহমান মলাই। দোয়া মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামীয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মোবারকুল্লাহ্। তিনি সহ অন্যান্য বক্তারা ইসলামী শরা শরীয়ত মোতাবেক পরিচালিত উল্লেখ করে বাংলাদেশের দ্বিতীয় ইসলামী ব্যাংক আল্- আরাফাহ্ এর পশ্চিমমেড্ডা বাজার আউটলেট এজেন্ট অফিসে বেশি বেশি করে একাউন্ট খোলা এবং লেনদেন করার জন্য স্থানীয় ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।প্রেস রিলিজ






Shares