অধ্যক্ষ আল্লামা ফজলুর রহমান আনোয়ারী সাহেবের মৃত্যুতে শোক প্রকাশ
আহলে সুন্নাত ওয়াল জামা’আতের অতন্দ্র প্রহরী, প্রখ্যাত আলেমে দ্বীন, ওস্তাদুল ওলামা, শাইখুল হাদিস, কুমিল্লা খলারপাড় ওয়াজেদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা ফজলুর রহমান আনোয়ারী সাহেব (৬০) অদ্য মঙ্গলবার ভোর ৫.৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা টাওয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী —–রাজিউন।
মৃর্ত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৩ কন্যাসহ হাজার হাজার ছাত্র,অসংখ্য ভক্ত, আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন- ব্রাহ্মনবাড়ীয়া জেলা ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নাজিম উদ্দিন ও জেলা সাধারন সম্পাদক আলহাজ এডঃ মোঃইসলাম উদ্দিন দুলাল। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা ফজলুর রহমান আনোয়ারী উচ্চমানের একজন আলেম, লেখক ও আর্ন্তজাতিক ওয়ায়েজ ছিলেন। তিনি ইলম, আমল, আকীদা ও সুন্নীয়তের খেদমতের জন্য অবিস্মরনীয় হয়ে থাকবেন। বিবৃতিতে নেতৃবৃন্দ-মরহুমের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে ,শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।