ব্রাহ্মণবাড়িয়া জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন
অতি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার আহবান
মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স শেষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, বুধবার সকাল থেকে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগণস্টিক সেন্টার, ফার্মেসী এবং কাঁচাবাজার ছাড়া বাকি দোকানপাট বন্ধ থাকবে। প্রত্যেক নাগরিক নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন। অতি প্রয়োজন ছাড়া জেলার কোন নাগরিক নিজ বাসা থেকে বের হবেন না। ফুটপাতে কোন হকার বসবে না, কোন চায়ের স্টলে আড্ডা বা খোশগল্প করা যাবে না। তিনি বলেন, ২৫ মার্চ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। এ সময় তিনি জেলার সর্বস্তরের নাগরিকদের করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে আতঙ্কিত না হয়ে, সচেতন হওয়া এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মোঃ আবু সাঈদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।