Main Menu

২ দফা জানাজার পর ব্রাহ্মণবাড়িয়ার সাবেক তারকা ফুটবলার

হাজী মোঃ নূরুল হক ওরফে নূরু গোলকিপার এর দাফন সম্পন্ন

+100%-

ষ্টাফ রিপোর্টার ॥ ২ দফা জানাজার পর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার  শিমরাইল কান্দি মহল্লায় পারিবারিক কবরস্থানে চীর নিদ্রায় শায়িত হয়েছেন  আমাদের সবার অত্যন্ত প্রিয় ব্যক্তি, সদা হাস্যোজ্জল রশিক সরল সাদা মনের মানুষ, এক সময়ের বিখ্যাত সুনামধন্য ফুটবল গোল কিপার নূরু গোলি নামে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়াস্থ খালেক মঞ্জিল নিবাসী মরহুম হাজী মোঃ আব্দুল খালেক এর ২য় ছেলে, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক  হাজী মোঃ নূরুল হক নূরু ।

২১ মে রবিবার বাদ জোহর পৌর মুক্তমঞ্চে মরহুমের প্রথম জানাজা এবং শিমরাইল কান্দি কবরস্থান সংলগ্ন মাঠে দ্বিতীয় দফা জানাজার পর শিমরাইল কান্দি পারিবারিক কবরস্থানে মরহুম হাজী মো: নূরুল হক নূরুর দাফন সম্পন্ন হয় । উভয় জানাজায় সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট হারুন আল রশিদ, সাবেক পৌর মেয়রগণ, জেলা আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠণের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবি, ব্যবসায়ী, পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়, পরিচিতজন ও শুভাকাঙ্খীরা অংশ নেন।

হৃদরোগে আক্রান্ত অবস্থায় তিনি গত ২০ মে সকাল ১০টা ৩০ মিনিটে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যু সংবাদ জানার পর পরিচিত আত্মীয় শুভাকাঙ্খী অনেকেই প্রিয় মানুষটিকে শেষ বার দেখার জন্য মরহুমের বাস ভবনে ভীড় জমান।

হাজী মো: নূরুল হক  ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়া জগতের বিলীয়মান ঐতিহ্য ফুটবল খেলোয়ার হয়ে ভিক্টোরিয়া মোহামেডানসহ বিভিন্ন নামকরা দলে ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থার মাধ্যমে খেলে  নিজ জন্মভূমির সুনাম বয়ে এনেছেন ।  মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে,  ভাইসহ বহু আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিশিষ্ট ঠিকাদার হারুনুর রশিদ হিরো’র বড় ভাই।






Shares