Main Menu

সকলে মিলে মাদক সন্ত্রাসমুক্ত সামাজিক পরিবেশ তৈরী করতে হবে… পুলিশ

+100%-

sp mijanur rahman
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেছেন, ব্রাহ্মণবাড়িয়াবাসীর কল্যাণের জন্য অনেকগুলো নাগরিক সংগঠন কাজ করে যাচ্ছে। তাদের কর্মকাণ্ডকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করি নাগরিক কল্যাণ পরিষদও নিরাপদ শহর শান্তির শহর ব্রাহ্মণবাড়িয়া গঠণ এবং এর নাগরিকদের কল্যাণে নিরন্তর কাজ করে যাবে। তিনি বলেন, যারা সমাজে নেতৃত্ব দেবে তাদের জন্য এমন একটি পরিবেশ তৈরী করতে হবে যাতে তারা সহজে নাগরিকদের কল্যাণের জন্য কাজ করতে পারে। সকলে মিলে মাদক সন্ত্রাসমুক্ত সামাজিক পরিবেশ তৈরী করতে হবে। আমাদের সন্তানদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা জঙ্গীবাদ সন্ত্রাস মাদকমুক্ত সমাজ ও দেশ গঠণে কাজ করে যাচ্ছি। নাগরিকদের কল্যাণে কাজের উদ্দেশ্যে সংগঠন তৈরী করায় আমি নাগরিক কল্যাণ পরিষদ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। গতকাল ১৬ রমজান ২২ জুন বুধবার বিকালে জেলা পরিষদ সভা কক্ষে নবগঠিত নাগরিক কল্যাণ পরিষদ (নাকপ) ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম এ কথা গুলো বলেন। তিনি ৩০ দিনের রোজার সংযম আত্মশুদ্ধির শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সকলকে নিজ জীবনের কর্মকাণ্ড পরিচালনা করার আহবান জানান।
নাগরিক কল্যাণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়া’র আহবায়ক ইয়াকুব আলী মাষ্টার এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে মঞ্চে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জাতীয় শ্রমিক ফেডারেশন নেতা কমরেড নজরুল ইসলাম, জেলা নাগরিক কমিটির সহ- সভাপতি আলহাজ্ব আবু হোরায়রাহ্, অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন এনামুল হক ওসমান। নাগরিক কল্যাণ পরিষদের যুগ্ম আহবায়ক প্রভাষক মোশারফ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মোঃ জিয়া কারদার নিয়ন, সহকারী অধ্যাপক আনোয়ারুল করিম, সহকারী অধ্যাপক শেখ জালাল, জামাল উদ্দিন জালু প্রমুখ। ইফতারপূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী হোসাইন আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ রবিউল ইসলাম চৌধুরী মানিক, মোঃ আবুল ফজল, আমীর হামজা।






Shares