শারদীয় দূর্গা পূজায় পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে:পুলিশ সুপার মিজানুর রহমান
আসন্ন শারদীয় দূর্গোউৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্য্যালয়ে আইন শৃন্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জন প্রতিনিধি বিভিন্ন থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন প্রতিটি পূজা মন্ডব এলাকায় পুলিশ,আনসার সদস্যের পাশাপাশি সাদা পোষাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে। পাশাপাশি পূজা মন্ডবে ক্লোজ সার্কিট ক্যামেরা, মেটাল ডিটেক্টর সহ নিজস্ব সেচ্ছাসেবী থাকার উপর গুরুত্বারোপ করেন।
মত বিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ইকবাল হোসেন,পূজা উদযাপন পরিষদের নেতা সোমেষ রঞ্জন রায়,বিমল চক্রবর্তী, সুদর্শন সাহা, পরিতোষ রায় সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।