Main Menu

রোহিঙ্গা মুসলমানদেরকে গণহত্যা: ব্রাহ্মণবাড়িয়া জেলা হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির মানবন্ধনে

+100%-

মায়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলমানদেরকে গণহত্যা ধর্ষণ অগ্নিসংযোগ অমানুষিক নির্যাতন ও জাতীগত নিধনের প্রতিবাদে এবং রোহিঙ্গা মুসলমানদের নিজ ভূমিতে পূর্ণবাসন ও ফিরিয়ে নেওয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা হিউম্যান রাইট্স রিভিউ সোসাইটির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির জেলা চেয়ারম্যান আলহাজ্ব এডঃ মোঃ ইসলাম উদ্দিন দুলাল এর সভাপতিত্বে মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া সর্বস্থরের জনগণ স্বতঃর্স্ফুত ভাবে অংশ গ্রহণ করেন।

উক্ত কর্মসূচিতে সংগঠনের জেলা চেয়ারম্যান আলহাজ্¦ এডঃ মোঃ ইসলাম উদ্দিন দুলাল তার বক্তব্যে জাতিসংঘ সহ বিশ্ব সম্পদায়ের প্রতি ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবিসমূহ যথাঃ (১) মায়ানমারের আরাকানে মুসলিম রোহিঙ্গা জন গোষ্টির উপর গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও জাতিগত নিধন বন্ধ করতে হবে, (২) ১৯৮২ সালে মায়ানমারের নাগরিকত্ব আইন সংশোধন করে রোহিঙ্গা জনগোষ্টিকে স্থায়ী ভাবে স্ব স্ব স্থানে পূর্ণবাসন সহ নাগরিত অধিকার ফিরিয়ে দিতে হবে, (৩) জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতিত্বে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্টের বাস্তবায়ন করতে হবে, (৪) আর্ন্তজাতিক আদালতে মায়ানমারের জনগোষ্টি উপর বর্বরচিত হত্যা যজ্ঞের জন্য অং সাং সূচি সরকার ও তার সেনাবাহিনীর সকল দোষিদের শাস্তির বিধান নিশ্চিত করতে হবে, (৫) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ সকল রাষ্ট্রসমূহের দৈত্যনীতি পরিহার করে মানবাধিকার প্রতিষ্ঠায় রোহিঙ্গা জনগোষ্টির উপর বর্বরোচিত নির্যাতনের বিরোদ্ধে একযোগে কাজ করতে হবে।

জেলা হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দিনের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ সভাপতি মোঃ শাহজাহান আলম সাজু, সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রা, সহ সাধারণ সম্পাদক এডঃ মোজাম্মেল হক, মোঃ সাইয়্যেদুজ্জামান জাবের, রফিকুল ইসলাম, ইঞ্জিঃ জোবাইর আহাম্মদ রানা, অধ্যক্ষ রোকেয়া রহমান কেয়া, রোবায়েত আহমেদ মিশু, খুরশেদ আলম, এডঃ আরিফুল ইসলাম, মোঃ আবু মুছা আনছারী, সাংবাদিক মাসুম মির্জা, হাসিনা বেগম, আমিন উদ্দিন রুবেল, মুফতি ছায়েদুর রহমান, আলকাছ মিয়া, এডঃ জাহাঙ্গীর আলম, সৈয়দ আবুল বাশার, জাকির হোসেন জিকু, গোলজার হোসাইন খান, অনু বেগম, জহির মিয়া, দুলাল মিয়াসহ প্রমূখ। প্রেস রিলিজ






Shares